ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত পৌনে দশটায় পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার সিংগারবিল থেকে ৭০কেজি গাজা, ২৫৫ বোতল ফেনসিডিল ও ৬৮০ বোতল স্কপসহ মোহাম্মদ উজ্জ্বল খান (৩২) নামক একজনকে আটক করা হয়। সে উপজেলার কাশিনগর পূর্বপাড়ার খাঁ বাড়ির মৃত চান মিয়ার ছেলে।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী জানান, বিজয়নগর থানায় যৌথ বাহিনীর তল্লাশিতে মাধকদ্রব্যসহ তাকে আটক করা হয়েছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
0 মন্তব্যসমূহ