বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক

 



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকার মনিহার সিনেমা হলের প্রবেশ গেইটের সামনে থেকে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এস আই সুমন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।

এ সময় তার নিকট থেকে ৩৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী হলেন সাতবর্গ গ্রামের মৃত সুকুমার মল্লিকের ছেলে সুভাষ মল্লিক (৪৫)।

এ বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ