ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব ৯। অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব ৯ সিলেট, কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক ২৭জুন ২০২৫ আনুমানিক ৩টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিঙ্গারবিলের কাশিনগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৮ বোতল ইসকফ সিরাপসহ মোঃ জুম্মন মিয়া(২০) নামক একজনকে গ্রেফতার করে। সে কাশিনগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ