রাউজান ঐক্যবদ্ধ সনাতন সমাজের উদ্যোগে অত্যন্ত ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব।
এ উপলক্ষে রাউজানে শ্রী শ্রী গৌর নিতাই নামহট্ট মন্দির প্রাঙ্গণে ৭ দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উৎসবের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও মঙ্গলা আরতি দিয়ে।
এরপর অনুষ্ঠিত হয় দর্শন আরতি, ভাগবতীয় আলোচনা সভা, ভজন- কীর্তন, শ্রী শ্রী জগন্নাথ দেবের ভোগ আরতি ও মহাপ্রসাদ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌর প্রশাসক অংসিং মারমা ও রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইঁয়া।
রথযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি পণ্ডিত প্রবর জে.কে. শর্ম্মা (জনি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বজিৎ বিশ্বাস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নুপুর পাল।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা ছিলেন জাগো হিন্দু পরিষদ, সনাতন বিদ্যার্থী সংসদ এবং সূর্য সংগ্রাম শ্রী শ্রী দুর্গা ও কালী মন্দির।
রথযাত্রাকে কেন্দ্র করে রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে হাজারো ভক্তবৃন্দের আগমনে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক মহামিলনমেলায়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি রাউজানের সনাতন ধর্মাবলম্বীদের জন্য এক অনন্য উৎসবে পরিণত হয়।
আগামী ৫ জুলাই, শনিবার শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে পুনরায় সূর্য সংগ্রাম সংসদ শ্রী শ্রী দূর্গা ও কালী মন্দির প্রাঙ্গণ থেকে।
0 মন্তব্যসমূহ