ফরেন রেমিট্যান্সে বাংলাদেশ কৃষি ব্যাংকের সফলতায় আমুল পরিবর্তন

 




ফরেন রেমিট্যান্সে বাংলাদেশ কৃষি ব্যাংক অসামান্য সফলতায় আমুল পরিবর্তন এসেছে। সেবার মানের উন্নতি হওয়ায়  রেমিট্যান্স গ্রাহকদের আস্থার জায়গা হয়ে উঠছে বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখাসমূহ।


রেমিট্যান্স  দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রেমিট্যান্স যোদ্ধারা অসামান্য অবদান রেখে আসছে। দেশের বিভিন্ন ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে করছে সমৃদ্ধশালী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে আমুল পরিবর্তন। বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৮ টি শাখায় গত বছরের তুলনায় ৪ গুণ বেশি রেমিট্যান্স পাঠিয়েছে রেমিট্যান্স যোদ্ধারা। গত বছরে একই সময়ে ফরেন রেমিটেন্স ছিল ১৪০ কোটি কিন্তু এ বছর চার গুন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫১২ কোটি। 



বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি অর্থনীতিতে অর্থায়নকারী একটি  সরকারি মালিকানাধীন সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এর ২৮ শাখা রয়েছে। এই শাখাসমূহে সকল অনলাইন লেনদেন, আরটিজিএস, ইএফটিএন, ব্যাচে চেক কালেকশন সম্পূর্ণ চার্জ ফ্রি। এই শাখাসমূহে ফরেন রেমিটেন্স প্রদান করার জন্য আলেদা ডেস্ক রয়েছে। সেখান হতে ফরেন রেমিটেন্স অত্যন্ত স্বচ্ছতার সাথে অতিদ্রূত  ফরেন রেমিটেন্স যোদ্ধাগনের আত্নীয় স্বজনের হাতে পৌছে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ । বিগত বছরে তুলনায় ৪ গুণ বেশি ফরেন রেমিটেন্স সংগ্রহ করা হয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক(উপমহাব্যবস্থাপক)  মোঃ ইউছুফ খান সোহেল জানান, গত বছরের তুলনায় কৃষি ব্যাংক,ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চল ৪ গুণ বেশি ফরেন রেমিটেন্স আসছে।   বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিটেন্সে অসামান্য সফলতার  কৃতিত্ব নিঃসন্দেহে সন্মানিত রেমিরেন্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনদের। আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকা তাদের পরিবারের হাতে সসম্মানে তুলে দেয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ